
বরপক্ষের বাড়ির লোকজন জানান, বৌভাতে কনে পক্ষের লোকজন খেতে বসেন। এ সময় গরুর মাংস কম দেয়া নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। পরে হাতাহাতির একপর্যায়ে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়।
বৌভাতে গরুর মাংস কম দেয়া নিয়ে বরিশালের বাবুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে বরের চাচা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২২ জন।
এতে বরের চাচা আজাহার মীর ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর দুইজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নারী-শিশুসহ অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ।