
দেশটির পোর্তো শহরের পর্তুগিজ ইনস্টিটিউট অব অনকোলজিতে শিশুরোগ বিভাগে কর্মরত ছিলেন দুই সন্তানের মা সোনিয়া। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, নতুন বছরের প্রথমদিন ঘরে আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়েন ৪১ বছর বয়সী সোনিয়া অ্যাকেভেডো।
টিকা নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে এ ঘটনা ঘটে। টিকা নেওয়ার পর কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথাও জানাননি তিনি। বরং টিকা নেয়ার মুহূর্তের সেলফি ফেসবুকে পোস্ট করেন তিনি
পর্তুগালে করোভাইরাস প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের টিকা নেয়ার পর সোনিয়া অ্যাকেভেডো নামে এক স্বাস্থ্যকর্মী মারা গেছেন। গত ৩০ ডিসেম্বর করোনার টিকা নিয়েছিলেন তিনি। আর ১ লা জানুয়ারি আকস্মিক মৃত্যু ঘটে তার।