
অভিভাবকরা তাঁদের সন্তানদের জন্মনিবন্ধনের জন্য পাগলের মতো ইউনিয়ন পরিষদে ছোটাছুটি করছেন। ভর্তির জন্য নাকি জন্মনিবন্ধন বাধ্যতামূলক। প্রতিটি গ্রামের মসজিদের মাইকে ঘোষণা করা হয়েছে।
এদিকে ইউনিয়ন পরিষদের সচিবগণ বলছেন, সার্ভারে সমস্যা তাই তাঁরা নিবন্ধন করতে পারছেন না। একজন প্রধানশিক্ষক বলছেন, সরকারের নির্দেশ জন্মনিবন্ধন ছাড়া ছাত্রছাত্রী ভর্তি করা যাবে না। ছাত্রছাত্রীর অভিভাবকরা এখন কী করবেন?
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে জন্মনিবন্ধন ছাড়া ছাত্রছাত্রী ভর্তি করা হচ্ছে না।