
ঐ মসজিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলি ওজদেমির বলেন, নতুন বছরের দিনের শুরুর কিছু আগে সনথেইম শহরের ফেইথ মসজিদ হামলার স্বীকার হয়। এতে ওই মসজিদে ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় মসজিদের জানালা এবং কাঠের বাংক ভেঙে গেছে।
আলি আরো বলেন, দুই সপ্তাহের মধ্যে আমাদের মসজিদের ওপর এটি দ্বিতীয় হামলা। এতে মসজিদের এবং ফাউন্ডেসনের সদস্যরা চিন্তিত। পুলিশকে জানানো হয়েছে। তারা এ নিয়ে তদন্ত শুরু করেছে।
জার্মানিতে ১৫ দিনের মাথায় একই মসজিদ দ্বিতীয় দফায় হামলার স্বীকার হয়েছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। গতকাল শুক্রবার জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাডেন উটেমবারগ শহরের এক মসজিদে হামলার ঘটনা ঘটে। এর আগেও ওই মসজিদে হামলা চালানো হয়।