
রংপুরের পীরগাছায় মাদক ব্যবসায়ী ছেলের নির্যাতনে ছয় মাস পালিয়ে বেড়াচ্ছিলেন বৃদ্ধ মা-বাবা। অবশেষে তাদের পৌঁছে দিলো পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশের গাড়িতে করে বৃদ্ধ কাজী আব্দুস সাত্তার ও রোকেয়া বেগম দম্পতিকে তাদের নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়।
পুলিশ জানায়, ছেলে মামুনুল ইসলাম শান্তর হাতে নির্যাতনের শিকার হয়ে ছয়মাস ধরে স্ত্রীকে নিয়ে বাড়িছাড়া ছিলেন বৃদ্ধ কাজী আব্দুস সাত্তার। তার অসহায়ত্বের কথা শুনে বাড়ি পৌঁছে দেয়ার উদ্যোগ নেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, পীরাগছার ইউএনও শেখ শামসুল আরেফিন, পীরাগছা থানার ওসি আজিজুল ইসলাম, ওসি (তদন্ত) দেবাশীষ রায়।
পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম বলেন,মাদক ব্যবসায়ী মামুনুল ইসলাম শান্তকে ধরতে আমরা একাধিক স্থানে অভিযান চালিয়েছি। তাকে পাওয়া যায়নি। তার বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে কথা বলে মঙ্গলবার সন্ধ্যায় তাদের বাড়িতে পৌঁছে দেয়া হয়। তাদের ছেলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
২৬ ডিসেম্বর ডেইলি বাংলাদেশ-এ ‘ছেলের নির্যাতনের ভয়ে ছয় মাস ধরে পালিয়ে বেড়াচ্ছেন বাবা-মা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপরই আলোচনায় আসে ঘটনাটি।